বরিশালে বাস মালিক সমিতিতে দুর্বৃত্তদের হানা

আল-আমিন | ২১:২১, ডিসেম্বর ১৩ ২০২৪ মিনিট

নগরীর রূপাতলী বাস টার্মিনালে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে হানা দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিনগত গভীর রাতে দুর্বৃত্তরা হানা দিয়েছে বলে মালিক সমিতির আহবায়ক জিয়াউদ্দিন সিকদার জানিয়েছেন। তিনি জানান, রাত দেড়টা থেকে দুইটার পর যে কোন সময়ে দুর্বৃত্তরা দরজা ভেঙ্গে প্রবেশ করে। পরে তারা স্টিলের আলমারী ও সকল ড্রয়ার ভেঙ্গে ফাইলপত্র তছনচ করেছে। জিয়া সিকদারের দাবি চুরি বা ডাকাতি করার জন্য দুর্বৃত্তরা সেখানে প্রবেশ করেনি। সমিতির ক্ষতি করতে পতিত স্বৈরাচারের লোকজন এ ঘটনা ঘটেছে। কি কি খোয়া গেছে, দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হবে বলে জানিয়েছেন জিয়া সিকদার।