বরিশালের বিপক্ষে ১ রানের নাটকীয় জয় খুলনার

এ.এ.এম হৃদয় | ২০:০২, ডিসেম্বর ১২ ২০২৪ মিনিট

আজ (বৃহস্পতিবার) পড়ন্ত বিকেলে সিলেটে জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে দু-দুটি উত্তেজনাপূর্ণ, আকর্ষণীয় ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুরে সবচেয়ে জমজমাট লড়াই হয়েছে খুলনা আর বরিশাল ম্যাচে। বুধবার প্রথম দিন প্রায় সবকটি ম্যাচ হাইস্কোরিং হলেও আজ প্রায় খেলাই হয়েছে লো স্কোরিং। তেমনি এক লো স্কোরিং ম্যাচে খুলনার ৯ উইকেটে তোলা ১৩০ রানের ছোট স্কোর তাড়া করে জয়ের খুব কাছাকাছি পৌঁছেও পারেনি বরিশাল। শেষ ওভারে বরিশালের জিততে দরকার ছিল ৯ রানের। কিন্তু খুলনার ফাস্টবোলার মেহেদি হাসান রানা বরিশাল ব্যাটারদের ওই ৯ রান তোলা থেকে বিরত রেখে বরিশালকে ১ রানের নাটকীয় জয় উপহার দেন। সংক্ষিপ্ত স্কোর খুলনা: ২০ ওভারে ১৩০/৯ (এনামুল হক বিজয় ২৪, অমিত মজুমদার ৬, আজিজুল হাকিম তামিম ৬, মোহাম্মদ মিঠুন ১৪, নুরুল হাসান সোহান ৩৯, মৃত্যুঞ্জয় চৌধুরী ১৩, জিয়াউর রহমান ১৭; কামরুল ইসলাম রাব্বি ৪/২৩, রুয়েল মিয়া, তানভীর ইসলাম, মঈনুল ইসলাম ও আহরার আমিন একটি করে উইকেট)। বরিশাল: ২০ ওভারে ১২৯/৯ (আবদুল মজিদ ৫১, ইফতিখার ইফতি ১, ফজলে মাহমুদ রাব্বি ১০, মঈন খান ৪৩ অপরাজিত; নাহিদুল ইসলাম ২/১১, মেহেদি হাসান রানা ২/২৫, আল আমিন ও মৃত্যুঞ্জয় একটি করে উইকেট)। ফল: খুলনা ১ রানে জয়ী।