ঝালকাঠিতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

এ.এ.এম হৃদয় | ১৭:১৫, ডিসেম্বর ১২ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটি উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিম হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে পুলিশ ফাঁড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। গ্রেফতার হওয়া ওয়াসিম হাওলাদার পৌরসভার পূর্ব মালিপুর এলাকার হানিফ হাওলাদারের ছেলে। নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, ঝালকাঠির সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।