গাঁজাসহ ছেলেকে আটক, ভয়ে পালাতে গিয়ে বাবার মৃত্যু

আল-আমিন | ১৯:২৭, ডিসেম্বর ১১ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের সালথায় গাঁজাসহ ছেলেকে আটকের সময় ভয়ে পালাতে গিয়ে মারা গেছেন বাবা।  উপজেলার গট্টি ইউনিয়নের দিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বাবার মৃত্যুর পর পুলিশ স্থানীয় ব্যক্তিদের জিম্মায় গাঁজাসহ আটক করা ছেলেকে ছেড়ে দেয়। মৃত ওই ব্যক্তির নাম মো. জাফর শেখ (৫৫)। তিনি সালথার দিয়াপাড়া গ্রামের মৃত মাজেদ শেখের ছেলে। সালথা থানার পুলিশ জাফর শেখের ছেলে জুবায়ের শেখকে (২৩) ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে নিয়ে যাওয়ার সময় বাবার মৃত্যু হয়। দিয়াপাড়া গ্রামের বাসিন্দারা জানান, দিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে জুবায়ের শেখকে গাঁজাসহ আটক করে সালথা থানা পুলিশ। বাড়িতে পুলিশের উপস্থিতি ও ছেলেকে আটক করায় বাবা জাফর শেখ পুলিশের ভয়ে দৌড়ে পালাতে গিয়ে বাড়ির পাশে অসুস্থ হয়ে পড়ে যান। তাকে বাড়িতে নিয়ে এসে সেবা শুশ্রুষা করার পর উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই শফিকুর রহমান পুলিশের একটি দল নিয়ে দিয়াপাড়া গ্রামে গিয়ে মাদককারবারি জুবায়েরকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। ওসি আরও বলেন, পরে আমরা জানতে পেরেছি ছেলেকে আটক করে নিয়ে আসার পর তার বাবা জাফর অসুস্থ হয়ে মারা গেছেন। ভয়ে স্ট্রোক করে মারা যেতে পারেন তিনি। এ ঘটনা শোনার পর মানবিক কfরণে জুবায়েরকে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।