উজিরপুরে অসহায় পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের পায়তারা

এ.এ.এম হৃদয় | ১৮:৩৯, ডিসেম্বর ১০ ২০২৪ মিনিট

বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের কচুয়া গ্রামে গ্রামে অসহায় পরিবারের শেষ সম্বল ভিটেমাটি বসতঘরের জমি দখলের পায়তারা চালাচ্ছে প্রতিপক্ষ প্রভাবশালীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়- উপজেলার কচুয়া গ্রামের মোঃ আয়নাল বালীর সাথে রিয়াজ উদ্দিন বালী গংদের সাথে বসতবাড়ির জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে গত ২ ডিসেম্বর সকালে রিয়াজ উদ্দিন বালী, গিয়াস উদ্দিন বালী, সীমা বেগম মিলে আয়নাল বালীর রান্না ঘর কুপিয়ে তছনছ করে জমি দখলের পায়তারা চালায়। এসময় বাঁধা দিলে আয়নাল বালী ও তার নাতি ৬ বছরের শিশু সিয়ামকে মারধর করে। এসময় ডাকচিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে আশার টের পেয়ে হামলাকারীরা সটকে পড়ে। এরমধ্যে সিয়ামের মাথায় রক্তাক্ত জখম। তাকে বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসা করানো হয়। হামলার ঘটনায় ভুক্তভোগী আয়নাল বালী বাদী হয়ে ৭ ডিসেম্বর উজিরপুর মডেল থানায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ ব্যপারে ভুক্তভোগী আয়নাল বালী জানান- রিয়াজ বালি গংরা আমাদের বসতবাড়ির জমি দখলের পায়তারা চালায় এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। তাদের হুমকির মুখে আমার স্বপ-পরিবারকে নিয়ে আতঙ্কে রয়েছি। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান- অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে প্রভাবশালীদের হাত থেকে শেষ সম্বল ভিটেমাটি দখল মুক্ত রাখার দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন অসহায় পরিবার।