পিরোজপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ভূয়া র‌্যাব সদস্য গ্রেফতার

এ.এ.এম হৃদয় | ২০:০৫, ডিসেম্বর ০৮ ২০২৪ মিনিট

পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানা এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে তিন ভূয়া র‍্যাব সদস্য গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের। গ্রেপ্তারকৃতরা হলেন- আন্তঃ জেলা ডাকাত চক্রের তিন পেশাদার সদস্য সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল মোঃ জালাল উদ্দিন খান (৪০)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার হাসান আলী খানের পুত্র। সিআইডির চাকুরিচ্যুত মোঃ শেখ ফরিদ (৩২)। তিনি শেরপুর জেলার কামারিয়া ইউনিয়নের জালাল উদ্দিনের পুত্র। মোঃ শিপন আলী সোহেল (৩৫) ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খালিশপুর ইউনিয়নের মো: শাফিকুল ইসলামের ছেলে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ইয়াছিন আলম চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভাধীন ৩ নং ওয়ার্ডে টিএন্ডটি রোড (কবিরাজ বাড়ী) সামনে থেকে আন্তঃ জেলা ডাকাত চক্রের তিন পেশাদার সদস্য সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল মোঃ জালাল উদ্দিন খান, মোঃ শেখ ফরিদ , মোঃ শিপন আলী সোহেলকে গ্রেফতার করে। এসময় তাদের থেকে ৪টি র‌্যাবের জ্যাকেট, একটি মাইক্রোবাস, পিস্তল সাদৃশ্য খেলনা পিস্তল, দুই জোড়া হ্যান্ডকাপ, দুটি ওয়াকিটকি, দুটি এক্সটা নম্বর প্লেট, চোখ বাঁধার কাপড়, র‍্যাবের কটি, ব্যাটেল স্টিক, পুলিশের ট্রাউজার, র‍্যাব লেখা আইডি কার্ড জব্দ করা হয়েছে। পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের জনান, এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মোট ১১ টি মামলা বিচারাধীন আছে। উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও ডাকাত বাহিনীর মূলহোতাসহ অন্যান্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।