বরিশালে বিএনপি নেতাদের আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা থেকে খালাস পাওয়ায় নগরীতে আনন্দ মিছিল ও সভা করেছেন পদবঞ্চিত বিএনপি নেতারা।
সোমবার দুপুরে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল বের করা হয়। এর আগে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ সিকদার, কেএম শহিদুল্লাহ, সৈয়দ আকবর, জেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ারুল হক তারিন, আফম আজিম, বিএনপি নেতা হোসাইন চৌধুরী, মাহাবুবুল হক পিন্টু প্রমুখ।
সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত করা হয়। সভায় বক্তারা বলেন, আওয়ামী দুশাসনের কারণে দেশে ১৬ বছর আইনের শাসন ছিলো না। বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীসহ খুন গুমের ঘটনা ঘটানো হয়েছে।
দেশে এখন আইনের শাসন প্রতিষ্ঠা পাওয়ায় তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার হয়েছে। সবশেষে মিথ্যে মামলা থেকে তারেক রহমানকে খালাস দেওয়ায় নগরীতে আনন্দ মিছিল বের করা হয়।