লালমোহনে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরী নিহত

আল-আমিন | ২০:২১, ডিসেম্বর ০১ ২০২৪ মিনিট

ভোলার লালমোহন উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মো. জসিম উদ্দিন নামে ৪৮ বছর বয়সী এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। শনিবার রাত আনুমানিক ৩ টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রসুলবাগ সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন উপজেলার লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পেশকার হাওলা এলাকার মো. কুট্টি সর্দারের ছেলে এবং লালমোহন বাজারের নৈশপ্রহরী ছিলেন। জানা গেছে, জসিম নিজেই মোটরসাইকেল চালিয়ে রাতে বাড়ি থেকে লালমোহন বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় পৌরশহরের রসুলবাগ সড়কের মাথায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটির স্বজোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে পড়ে থাকেন জসিম। এ দুর্ঘটনার খবর পেয়ে বাজারের অন্যান্য নৈশপ্রহরীরা এসে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক জসিমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে জসিমকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।  এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এ দুর্ঘটনার বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।