বরিশালে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মতবিনিময় সভা

দেশ জনপদ ডেস্ক | ১৮:৫৮, নভেম্বর ৩০ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা এবং সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব‌রিশাল জেলা ও মহানগর অ‌ধীনস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দুপুর বেলা ১২ টার দিকে শ্রী শ্রী শংকর মঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ বিভাগের সহযোগী অধ্যাপক, সরকারি বিএম কলেজের হিন্দু ছাত্রাবাসের সহকারী সুপার শিশির পাইক।নির্দেশনায় ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রিয়াদ রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, জুয়েল হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রী -শ্রী মঠের সভাপতি লিমন শাহ কানু। এসময় আরোও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তাসনিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।