আল-আমিন | ১৯:৩৬, নভেম্বর ১৮ ২০২৪ মিনিট

নিজম্ব প্রতিবেদক : ভোলা-চরফ্যাশন মহাসড়কের বোরহানউদ্দিন মিলন বাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত। রোবাবর (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী বাজার ব্যবসায়ী নুরে আলম জানান, ভোলা থেকে আসা দ্রুতগামী একটি সিএনজি মিলন বাজারে একটি বাসকে সাইড দিতে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা খায়। এ সময় সিএনজি যাত্রী নিহত শিশুর বাবা মো: মিজানুর রহমান মনিরের কাঁধে থাকা শিশু মুনতাহা মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় স্থানীয়রা ওই সিএনজিকে আটক করে পুলিশের হেফাজতে দিয়েছে। বোরহানউদ্দিন থানার সেকেন্ড অফিসার মো: রেহান উদ্দিন বলেন, লাশ ও সিএনজিটি আমাদের হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি। পরে আইনি ব্যবস্থা নেয়া হবে।