বরিশালে ধর্ষণের পর হত্যার দায়ে ২ জনের ফাঁসি
নিজস্ব প্রতিবেদক : বরিশালে ধর্ষণ ও হত্যার ঘটনায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: রকিবুল ইসলাম এই রায় দেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী ও সরকার পক্ষের আইনজীবী জানান, ২০২২ সালের ১২ জানুয়ারি সকাল ৮টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নিজ বাড়ীতে ধর্ষণের এ ঘটনা ঘটে। এরপর ভুক্তভোগীকে হত্যা করে মরদেহ সন্ধ্যা নদীতে ফেলে দেয় ঘাতকরা।
এ ঘটনায় নিহতের ছেলে ইমরান হোসেন বাদী হয়ে বাবুগঞ্জ থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত আজ আসামি সয়ন চন্দ্র শীল ও সুমন ফকিরকে মৃত্যুদণ্ড প্রদান করেন। পাশাপাশি দুই আসামিকে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়।