ভোলার দৌলতখান উপজেলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও দেশীয় অস্ত্রসহ তিন সহোদরকে আটক করেছে কোস্টগার্ড।শুক্রবার ভোরের দিকে উপজেলার মদনপুর ইউনিয়নের মদনপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. মফিজ মাল (৩৬), মো. মামুন মাল (৩০) ও মো. শামিম মাল (১৯)। তারা উপজেলার মদনপুর ইউনিয়নের বাসিন্দা। তারা তিনজন ভাই।
তাদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১০টি হাতবোমা ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলার খেয়াঘাট এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোন কার্যালয়ে সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ জানান, গোপন সংবাদ শুক্রবার ভোরের দিকে মদনপুর এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের আগ্নেয়াসহ, হাতবোমা ও দেশীয়সহ আটক করা হয়।
তাদের বিরুদ্ধে চাঁদাবাজী, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের দৌলতখান থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এ কর্মকর্তা।