ভোলায় বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত দুই
ভোলার চরফ্যাশনে নব নির্মিত একটি ধান সেদ্ধ করার চুল্লি বিস্ফোরণে একজন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ভোর পাঁচটার দিকে উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের দুই নম্বর চর আফজাল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. আল-আমীন (৩৫)। তিনি ওই ইউনিয়নের চর আফজাল গ্রামের মৃত জলিল মাঝির ছেলে। আহতরা হলেন- বয়লার মালিক মনির ও তার ভাই ফিরোজ।
স্থানীয়দের বরাত দিয়ে চরফ্যাশন থানার এসআই ছিদ্দিকুর রহমান বলেন, তিন দিন আগে ধান সেদ্ধ করার চুল্লিটি তৈরি করা হয়েছে। ভোরে চুল্লিতে আগুন দেওয়া হয়। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে এলাকাবাসী দেখেন নিহত ও আহতরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন। আহতদের চরফ্যাশন সদর হাসপাতালে নিলে চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন। আহত ফিরোজকে বরিশালে রেফার করা হয়েছে। আর মিল মালিক মনির চরফ্যাশন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে নাম না প্রকাশ করার শর্তে একাধিক এলাকাবাসী জানিয়েছেন, মনির অন্য জায়গা থেকে দেখে এসে নিজের মতো করে বয়লার তৈরি করেছেন। যেখানে কোনো বিজ্ঞানসম্মত ব্যবস্থার ঘাটতি ছিল। যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে।