নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির কাঁঠালিয়ায় মোটরসাইকেলচাপায় জেসমিন বেগম (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আক্তারুল ইসলাম জনিসহ আহত হয়েছেন দু’জন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে কাঁঠালিয়া ব্র্যাক অফিসের সামনে কাঁঠালিয়া-ভান্ডারিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জেসমিন বেগম উপজেলার বলতলা বাজার এলাকার সুলতান শেখের স্ত্রী।
কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা জানান, ‘রাস্তা পার সময় একটি মোটরসাইকেল ওই নারীকে চাপা দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভান্ডারিয়া হাসপাতালে ওই নারী মারা যান। নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়া নেয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে ওই নারীর পরিবার। তাদের কোনো অভিযোগও নেই।’