বাবুগঞ্জ-মুলাদী আসনের সাবেক সংসদ সদস্য টিপু আটক
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: রাজধানী ঢাকার কেরানীগঞ্জ থেকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল ৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকার দ্বীন ইসলামের প্রজেক্টের ভিতর থেকে তাকে আটক করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, গোলাম কিবরিয়া টিপুর বীর বাঘৈর এলাকায় নিজের একটি বাড়ি রয়েছে। সেখানে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে আটক করে পুলিশে খবর দেয়। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে টিপুকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়ে আসে।
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’