ওসির হাতে কামড় দিয়ে পালালেন যুবলীগ নেতা!
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ওসির হাতে কামড় দিয়ে এবং পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হালিম মিয়াকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় ওসিসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।
হালিম মিয়া উপজেলার রতনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। পুলিশ বলছে, আওয়ামী লীগের একজন ক্যাডার, চিহ্নিত সন্ত্রাসী। রোববার (১০ নভেম্বর) রাতে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (১১ নভেম্বর) পুলিশ বাদী হয়ে ৩৪ জনকে আসামি করে মামলা করেছে।
ঘটনার পর থেকে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যরা হলেন- নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন, এসআই মো. সামিম ভূঁইয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) রমজান চৌধুরী, এএসআই মো. আব্দুর রসিদ, এএসআই আবুল কালাম আজাদ, এএসআই বিল্লাল হোসেন এবং পুলিশ সদস্য মো. সাদ্দাম হোসেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি পুলিশের দল হালিম মিয়া নামে এক আসামিকে গ্রেপ্তার করতে যায়।
আসামিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তোলার সময় তার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে ওসির হাতে কামড় দিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে নবীনগর থানার ওসি মো. হুমায়ূন কবির বলেন, হালিম মিয়া বিগত আওয়ামী লীগের একজন ক্যাডার, কুখ্যাত সন্ত্রাসী ও যুবলীগ নেতা।
তাকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তোলার সময় হঠাৎ তার সমর্থকরা হামলা চালান। এসময় হালিম মিয়া আমাকেসহ কয়েকজন পুলিশ সদস্যকে কামড় দেন এবং তার সমর্থকরা তাকে ছিনিয়ে নেন।