বরিশালে ছাত্রলীগ ঠেকাতে ছাত্রদল ও শিক্ষার্থীদের বিক্ষোভ

এ.এ.এম হৃদয় | ১৯:২০, নভেম্বর ১০ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : নূর হোসেন দিবসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের অপতৎপরতা ঠেকাতে বরিশালে পৃথক বিক্ষোভ করেছে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার (১০ নভেম্বর) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। একই সময় পাশ্ববর্তী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কয়েক ঘণ্টা বিক্ষোভ করে ছাত্রদল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী গাজী রেদওয়ান, ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থী হুজাইফা রহমান, নাইম ইসলাম, আবদুল জলিলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছাত্রদলের বিক্ষোভে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু ও সহ-সভাপতি তৌফিক আল ইমরান, মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে বক্তারা বলেন, নূর হোসেন দিবসকে কেন্দ্র করে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ অপতৎপরতার চেষ্টা করছে। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। দেশে সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত জাতির পাহারাদার হিসেবে কাজ করবে ছাত্রসমাজ।