বরিশাল সিটির সাবেক মেয়রসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা

আল-আমিন | ২২:৫৩, নভেম্বর ০৭ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, প্যানেল মেয়র, নগর ভবন কর্মকর্তাসহ ৪৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বরিশাল মহানগর বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন নগর ভবনের পানি শাখার উপ-সহকারী প্রকৌশলী মো. রেজাউল কবির। মহানগর বিচারিক হাকিম আল-ফয়সাল মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দিতে কোতয়ালী মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার প্রধান আসামি সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সাবেক সিটি মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্য আসামিরা হলেন, সাবেক প্যানেল মেয়র অ্যাড. রফিকুল ইসলাম খোকন, বর্তমানে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আনিসুজ্জামান, বরিশাল সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হুমায়ুন কবির, পরিসংখ্যানবিদ স্বপন কুমার দাস, সিভিল শাখার সহকারী প্রকৌশলী মকসুমুল হাকিম রেজা, ভেটেনারি সার্জন মো. রবিউল ইসলাম, পরিচ্ছন্নতা কর্মকর্তা দিপক লাল মৃধা, সফিকুল ইসলাম আনজুম, কাজী মোয়াজ্জেম হোসেন, আবুল কালাম রানা, রেজাউল করিম, জহিরুল ইসলাম, ইমরান হোসের রনি, ইয়ামীন চৌধুরী, খন্দকার পলাশ, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান, রইচ আহম্মেদ মান্না, আতিকুল্লাহ মুনিম, ওবায়েদ হক সাজ্জাদ সেরনিয়াবাত ও রাজীব হোসেন খান। মামলায় অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় বাদী অভিযোগ করেন, ২০১৮ সালের ডিসেম্বরে সিটি কর্পোরেশন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করে। ২৬ ডিসেম্বর ছিল কার্যক্রমের উদ্বোধন। এ উপলক্ষ্যে র‌্যালি নিয়ে সদর রোডে আস হয়। সেখানে তৎকালীন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর শরীরে ড্রেনের ময়লা পানি এসে ছিটকে পড়ে। তিনি আরও অভিযোগ করেন, এতে সাদিক আবদুল্লাহ ক্ষুব্ধ হয়ে তার নাকের ওপর সজোরে ঘুসি দেন। এতে বাদী রেজাউল কবির রাস্তায় লুটিয়ে পড়লে অন্য আসামিরা এসে হত্যার উদ্দেশ্যে লাথিসহ এলোপাতাড়ি মারধর করেন। পরে তাকে রাস্তার ওপর ফেলে রেখে চলে যান। এ বিষয়ে কোনো মামলা দায়ের করলে হত্যার হুমকি দেন অভিযুক্তরা। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতন হলে দেশের রাজনৈতিক পরিস্থিতির পটপরিবর্তন হয়। তাই ওই ঘটনার ছয় বছর পরে তিনি আদালতে মামলা দায়ের করেছেন।