বরিশালে গভীর রাতে ওয়ার্ড ছাত্রদলের কার্যালয় ভাঙচুর

এ.এ.এম হৃদয় | ১৮:৪৮, নভেম্বর ০৬ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর গড়িয়ারপাড় এলাকার ৩০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ নভেম্বর) দিনগত গভীর রাতের এ ঘটনায় বেশ কিছু ব্যানার-পোস্টার ছিঁড়ে পানিতে ফেলে দেওয়া হয়েছে। বুধবার (৬ নভেম্বর) তথ্য নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর ৩০ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন নেতা দখল-চাঁদাবাজী শুরু করেছে। স্থানীয় ছাত্রদল নেতারা এলাকায় ঘটে যাওয়া অপকর্ম বন্ধে প্রতিবাদ করেন। তাই ছাত্রদলে নেতাদের কোনঠাসা করে রাখতে হামলার ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল হক উজ্জল বলেন, রাতের আঁধারে আমাদের পার্টি অফিস ভাঙচুর হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি, তারা বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুযায়ী বিচার দাবি করছি। এ ঘটনায় দলীয় সিদ্ধান্তে শীঘ্রই আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। বরিশাল নগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার বলেন, ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছাত্রদল নেতাদের সঙ্গে কথা বলে ঘটনার মূল কারণ উদঘাটনের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় বিকেল পর্যন্ত ওয়ার্ড ছাত্রদলের কাছ থেকে কোনো অভিযোগ পায়নি বলে জানান তিনি।