বরিশালে বৃদ্ধা নারীকে কুপিয়ে স্বর্ণালঙ্কার লুট, গ্রেপ্তার ২

এ.এ.এম হৃদয় | ১৯:৩৯, নভেম্বর ০৫ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলায় মেনোকা রানী (৬৫) নামে এক বৃদ্ধা নারীকে কুপিয়ে স্বর্ণালঙ্কার লুট করেছে বখাটেরা বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার বাটাজোর গ্রামে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী একই গ্রামের মৃত বিমল চন্দ্র দাসের স্ত্রী। ভুক্তভোগী মেনোকা রানী বলেন, গতকাল রাতে মুরগির খামারের দরজা লাগানোর সময় পাশের বাড়ির রফিকুল ও মাহিম নামে বখাটে আমাকে ঝাপটে ধরেন। তারা আমার দুই কান থেকে দুল ও গলার চেইন লুট করে। বাঁধা দেওয়ার চেষ্টা করলে তারা আমাকে কুপিয়ে আহত করে। আমার ডাক-চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে এসে তাদের ধরে পুলিশে দেয়।