বরিশালে ৬ ব্যবসাপ্রতিষ্ঠানকে সাড়ে ৪৩ হাজার টাকা জরিমিনা

এ.এ.এম হৃদয় | ১৭:৪০, নভেম্বর ০৩ ২০২৪ মিনিট

বরিশাল নগর‌ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর ) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সঙ্গে ছিলেন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র ও মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযানে সদর রোডের আনন্দ মুদি ঘরকে ২ হাজার টাকা, বিয়ের সাজকে ১ হাজার ৫০০ টাকা, লাজ ফার্মাকে ১০ হাজার টাকা, ঊষা মেডিকেল হলকে ৫ হাজার টাকা, মেসার্স সুমন স্টোর নামের হলুদ-মরিচ মিল ২০ হাজার টাকা ও আকাশ হোটেল এন্ড রেস্তোরাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী জানান, আমাদের নিয়মিত অভিযান চলমান জনস্বাস্থ্য সুরক্ষায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি রোধে এ অভিযান চালানো এবং এ ধরনের অভিযান চলবে।