বরিশালে অবৈধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান

এ.এ.এম হৃদয় | ১৭:২৮, নভেম্বর ০৩ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী দেশব্যাপী নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বরিশাল জেলা প্রশাসন। রবিবার (৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন মো. দেলোয়ার হোসেন নেতৃত্বে নগরীর নতুন বাজারে এ অভিযান চালানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার মোঃ শহীদ উল্লাহ, মোহাম্মদ লুৎফর রহমান, মো: রবিউল হাসান ভূঁইয়া, বরিশাল পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দসহ আরও অনেকে। অভিযানে বেশ কয়েকটি দোকান থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হলেও প্রাথমিকভাবে তাদেরকে জেল জরিমানা করা হয়নি। তবে সচেতনতামূক প্রচারনা চালানো হয়েছে। একই সাথে পরবর্তিতে পলিথিন পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন। পরিবেশ রক্ষায় সকল ধরনের পলিথিন ব্যবহার বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।