ঝালকাঠিতে ১৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ৪০ হাজার টাকা

দেশ জনপদ ডেস্ক | ২১:৩২, নভেম্বর ০১ ২০২৪ মিনিট

ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে ১৪০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় নিষিদ্ধ পলিথিন মজুদ এবং বিক্রি করায় এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার (১লা নভেম্বর) বিকেলে উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি এলাকার মৃত আ. হাফিজ মিয়ার ছেলে মো. ফরিদ মুন্সির (৬৫) বাড়িতে অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়। পরবর্তীকালে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফরিদ মুন্সী নামের এক ব্যক্তির বাড়ি থেকে ১৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরবর্তীকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী তাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, জব্দ করা পলিথিন আগামী রোববার বন ও পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় সার্বিক সহায়তা করে নলছিটি থানা পুলিশের একটি টিম।