বাউফলে নদী থেকে বৃদ্ধর ভাসমান মরদেহ উদ্ধার
পটুয়াখালীর বাউফল উপজেলা আলোকী নদী থেকে ভাসমান অবস্থায় আব্দুর রাজ্জাক খলিফা (৭০) নামে এক বৃদ্ধ’র মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
শনিবার (৩১ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে আলোকী নদীর কালাইয়া লঞ্চঘাট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
আব্দুর রাজ্জাক উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামের খলিফা বাড়ির তোজস্বর খলিফার ছেলে।
নিহত রাজ্জাক খলিফার ছেলে মো. জাহাঙ্গীর খলিফা বলেন, তার বাবা গত তিন বছর আগে হৃদরোগে আক্রান্ত হলে তিনি কিছুটা মানসিক ভারসম্য হারিয়ে ফেলেন। গত শুক্রবার (৩০ আাগস্ট) তার কোন খাঁজ না পেয়ে সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করি। শনিবার সকালে স্থানীয়দের কাছে জানতে পেরে কালাইয়া নৌ পুলিশ ফাড়িতে এসে মরদেহটি সনাক্ত করেন। পরিবারের ধারণা পানিতে ডুবে তার মত্যু হয়েছে।
কালাইয়া নৌ পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, মরদেহটি ময়না তদন্তর জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয় প্রয়াজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।