বরিশালে বিএনপির তিন নেতাকে কুপিয়ে জখম

এ.এ.এম হৃদয় | ১৭:৩৬, আগস্ট ৩১ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসা বন্ধ করার জন্য ওয়ার্ড বিএনপি সভাপতির নেতৃত্বে মিছিল করা হয়। এর জেরধরে কতিপয় সন্ত্রাসীরা ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান রাঢ়ী, ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি পান্নু রাঢ়ী ও আফসার রাঢ়ীকে কুপিয়ে ও কমপক্ষে পাঁচজনকে পিটিয়ে আহত করেছে। গুরুত্বর আহত ওয়ার্ড বিএনপি সভাপতি ও আফসার রাঢ়ীকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে নদীবেষ্টিত জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া এলাকায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিএনপির নেতৃবৃন্দের ওপর হামলার খবর পেয়ে শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে শেবাচিম হাসপাতালে ছুটে যান ওই এলাকার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়ে সু-চিকিৎসার ব্যবস্থা করেছেন। হাসপাতালে শষ্যাশয়ী আহত ছাত্রদলের সহ-সভাপতি পান্নু রাঢ়ী বলেন, বিগত সরকারের সময় আওয়ামী লীগের ছত্রছায়ায় উত্তর উলানিয়া এলাকায় মাদক ব্যবসার স্বর্গরাজ্য গড়ে তোলেন মান্নার রাঢ়ী ও তার অনুসারিরা। দেশের প্রেক্ষাপট পরিবর্তনের কারণে উলানিয়া এলাকায় সন্ত্রাসী কর্মকা- ও মাদক ব্যবসা বন্ধ করার জন্য উলানিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান রাঢ়ীর নেতৃত্বে শুক্রবার সন্ধ্যার পর একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে বাড়ি ফেরার পথে মান্নান রাঢ়ীর নেতৃত্বে ১০/১৫ জনের একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।