বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নিজস্ব প্রতিবেদক : বেপরোয়াগতির নসিমন ও ব্যাটারী চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও ছয়জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা এগারোটার দিকে জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাটের ষ্টীমারঘাট এলাকায়।
দুর্ঘটনায় আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘাতক নসিমন চালক মোঃ রিপনকে আটক করেছে। থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, দূর্ঘটনায় নিহত উপজেলার আলিমাবাদ ইউনিয়নের চরমিটুয়া গ্রামের হাসান হাওলাদারের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।