বরিশালে ৭ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এ.এ.এম হৃদয় | ২১:০৮, আগস্ট ২৯ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার ( ২৯শে আগস্ট) সকাল ১১ টা থেকে সোনারগাঁও টেক্সটাইল কারখানায় বেতন বৃদ্ধি করে ২০২৪ সালের মজুরিস্কেল চালু করাসহ ৭ দফা দাবিতে দুই দিন ধরে চলা কর্মবিরতির অংশ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করে তারা। পূর্বঘোষণা অনুযায়ী ৭ দফা দাবি না মানায় শ্রমিকরা সড়ক অবরোধ করে। এরপর মালিকপক্ষ শ্রমিকপক্ষের সাথে বৈঠক করার আহ্বান জানায়। মালিকপক্ষের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মাসুম গাজী, সহ সভাপতি শাহীন, সাধারণ সম্পাদক মোঃ ইমরান, কোষাধ্যক্ষ মোঃ মোশাররফ, যুগ্ম সম্পাদক খুকুমনি, সাংগঠনিক সম্পাদক হাবিব প্রমুখ। শ্রমিকদের পক্ষে কথা বলতে আরও উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার প্রমুখ৷ বৈঠকে সিদ্ধান্ত হয়, মালিক শ্রমিকদের প্রাপ্য লভ্যাংশের ২১ লক্ষ টাকা আগামী ডিসেম্বরের মধ্যে বিতরণ করা, সেপ্টেম্বর থেকে সবার বেতন ১০% বৃদ্ধি, হাজিরা বোনাস কর্তন না করাসহ ২০২৪ সালের মজুরিস্কেলের বেসিক ২০২৫ সালের জুন মাসের মধ্যে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন। মালিককদের এই প্রতিশ্রুতি সততার সাথে বাস্তবায়নের আহ্বান জানানোর পাশাপাশি প্রতিশ্রুতি পূরণে ব্যত্যয় হলে পুনরায় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।