দেশে করোনায় ৫ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ৬৭৭

কামরুন নাহার | ১২:৪৮, মে ০২ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ করোনাভাইরাসে বাংলাদেশ পুলিশের ৫ সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়া ৬৭৭ সদস্য আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৩২৮ জন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য। পুলিশ সদর দপ্তরের একটি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মহানগরেই (ডিএমপি) রয়েছেন ৩২৮ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ১ হাজার ২২৫ জন। আইসোলেশনে রয়েছেন ১৭৪ জন। সুস্থ হয়েছেন ৫৫ জন। সর্বশেষ করোনায় আক্রান্ত হয়ে শনিবার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) উপপরিদর্শক (এসআই) সুলতানুল আরেফিন। সুলতানসহ এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৫ সদস্য করোনাযুদ্ধে আত্মোৎসর্গ করলেন। মৃত অন্য পুলিশ সদস্যরা হলেন- ওয়ারী ট্রাফিক পুলিশের জসিম উদ্দিন, ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট দক্ষিণ বিভাগের এএসআই মো. আবদুল খালেক, ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এসআই নাজির উদ্দিন।