ভোলায় মাইকে ঘোষণা দিয়ে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা-ভাঙচুর-লুটপাট
নিজস্ব প্রতিবেদক : মাইকে ঘোষণা দিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়ন পরিষদ ভবন ও চেয়ারম্যানের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালের এ হামলায় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখনের স্ত্রী জোবায়েদা খানম, বড় ভাই মো. ফারুক হোসেন ও ছোট ভাই ওয়াহিদুজ্জামান টুটুল আহত হয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলার দুলারহাট থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, ঘটনাটি শুনেছি। তবে নৌবাহিনী না আসায় থানা পুলিশ ঘটনাস্থলে যেতে পারেনি। এঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, সকালে প্রায় শতাধিক লোক প্রথমে নীলকমল ইউনিয়ন পরিষদে হামলা চালায়। এসময় চেয়ারম্যান ইকবাল হোসেন লিখনকে পরিষদে না পেয়ে ওই দুষ্কৃতিকারীরা সংঘবদ্ধ হয়ে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন জানান, তিনি বাড়িতে ছিলেন না। পারিবারিক কাজে ভোলা সদরে অবস্থান করছিলেন।
এ সুযোগে নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নওরোজ বাবুলের নেতৃত্বে স্থানীয় কিছু লোকজন নিয়ে তার বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর চালায়। হামলাকারীরা তার ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র এবং টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পাশাপাশি ঘরের বিদ্যুৎ লাইন ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।
নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নওরোজ বাবুল হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, অবৈধ সরকারের বিনা ভোটের চেয়ারম্যানকে পরিষদ ছেড়ে দেয়ার জন্য বলতে তার বাড়ি সংলগ্ন ইউনিয়ন পরিষদের সামনে যাই। তখন তার বাড়ি থেকে একটি সংঘবদ্ধ চক্র আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের প্রায় ৭ থেকে ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন।