বরিশালে কাউন্সিলরের বিরুদ্ধে কোটি টাকার মালামালসহ দোকান দখলের অভিযোগ

আল-আমিন | ০০:৩৫, আগস্ট ২৬ ২০২৪ মিনিট

বরিশাল ব্যুরো।। বরিশালে গোডাউন ভর্তি কোটি টাকার চালসহ দখলের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ক্ষমতার প্রভাবে অবৈধভাবে কোটি টাকার সম্পত্তি দখল দিয়েছে কাউন্সিলরের পরিবার। ওই কাউন্সিলর হলেন ৮নং ওয়ার্ডের রাশিক হাওলাদার। তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে দখল করেছে বলে অভিযোগ। ঘটনাটি বরিশাল নগরীর ফড়িয়াপট্টি এলাকায় রবিবার দুপুরে ঘটেছে। ফড়িয়াপট্টির বাণিজ্য ভান্ডারের মালিক মৃত কাঞ্চন আলীর ছেলে জিয়াউর রহমান লিটন বলেন, প্রায় পঞ্চাশ বছর যাবত আমাদের রেকর্ডিয় সম্পত্তিতে আমরা ব্যবসা পরিচালনা করে আসছি। গত ২০২১ সালে এই সম্পত্তির মালিকানা দাবি করে আদালতে মামলা করেন সেলিম হাওলাদারের ছেলে সাদরিন ইশাদ ও তার পরিবার। কাউন্সিলর রাশিক হাওলাদার সেলিম হাওলাদারের ভাইয়ের ছেলে। লিটন বলেন, আদালতে মামলা চলমান অবস্থায় ২৫ আগস্ট কাউন্সিলর রাশিক ও তার পরিবার অবৈধভাবে দখলের চেস্টা করে। বিষয়টি বাংলাদেশ সেনাবাহীনি ও কোতোয়ালি মডেল থানাকে অবহিত করা হলেও খ্যান্ত হয়নি তারা। তবে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর রাশিক হাওলাদার বলেন, যারা অভিযোগ করেছে তারাই আদলতের নির্দেশ না মেনে গত ৭ আগস্ট পেছন থেকে ডুকে দখল দেয়ার চেস্টা করেছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে আমরা কাজ বন্ধ করে দিয়েছি। এছাড়া উভয় পক্ষকে আদালতের নির্দেশ মোতাবেক কাজ করার আহবায়ন জানানো হয়েছে।