উজিরপুরে ভুতুড়ে বিলের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

কামরুন নাহার | ১৮:৪৩, আগস্ট ২৫ ২০২৪ মিনিট

বরিশাল জেলার উজিরপুরে ভুতুড়ে বিলের প্রতিপাদে বিদ্যুৎ অফিস ঘেড়াও করেছে গ্রাহকরা। রবিবার (২৫ আগষ্ট)সকালে ঘেড়াও কর্মসূচী পালন করে ভুক্তভোগী পরিবারসহ শত শত গ্রাহকরা। সূত্রে জানা যায়, উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মাদার্শী গ্রামের সীমা বেপারীর ছেলে দুর্ঘটনায় আহত হওয়ায় তারা ১ থেকে দেড় মাস হাসপাতালে থাকায় ঘরে তালাবদ্ধ ছিলো। এরপরেও ৩৩০০ টাকা বিদ্যুৎ বিল হয়। মাদার্শী গ্রামের রিকশাচালক আাঃ করিমের ঘরে বিদ্যুৎ বিল ৩১০০ টাকা হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে ভুতুড়ে বিল করা হয়। তাই এ সব ভুতুরে বিলের প্রতিবাদে ও পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিচারের দাবীতে গ্রাহকরা বিদ্যুৎ অফিস ঘেরাও করে এবং ভুতুড়ে বিলের সমাধান চেয়ে উজিরপুর পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ এনামুল হককে অবরুদ্ধ করে রাখে। অচিরেই সকল সমস্যার সমাধান না করা হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন গ্রাহকরা।