বরিশালে ছাত্র আন্দোলনে শহীদ মিজানুরের পরিবারের পাশে বিএনপি
দেশ জনপদ ডেস্ক|১৮:০৮, আগস্ট ২৫ ২০২৪ মিনিট
নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মিজানুর রহমান মোল্লার কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলো বিএনপি। শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতুর নেতৃত্বে তার সফরসঙ্গী ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মো: রফিকুল ইসলাম ও মো: শামীম হোসেন নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ মিজানুর রহমান মোল্লার কবর জিয়ারত করেন তারা।
উপজেলার ওটরা ইউনিয়নের পূর্ব কেশব কাঠি গ্রামের বাসিন্দা মিজানুর রহমান মোল্লার বাবা কামাল হোসেন মোল্লার (শুকুর) বাড়িতে যান বিএনপির কেন্দ্রীয় ও জেলা-উপজেলার নেতারা। এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: মাহাবুবু রহমান গোমস্তা ও সদস্য সচিব কাইয়ুম খাঁন।
কবর জিয়ারত, ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া পরিচালনা করেন বরিশাল জেলা যুবদল দক্ষিণ সহ-সাধারণ সম্পাদক আজাদ হোসেন বাসার। এর আগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হাজার হাজার নেতাকর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান।
তারা কয়েক শ’ মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে প্রথমে শোলক ইউনিয়নের বাবরখানা গ্রামের প্রয়াত বিএনপি নেতা হাফিজুর রহমান পলাশের কবর জিয়ারত করেন। পলাশের কবর জিয়ারতের শেষে তিনি পুলিশের গুলিতে নিহত পূর্ব কেশবকাঠি গ্রামের মিজানুর রহমান মোল্লার কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিহত পরিবারের খোঁজখবর নেন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এসব কর্মসূচিতে কেন্দ্রীয় বিএনপি নেতাদের সাথে ছিলেন উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।