উজিরপুরে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরন কার্যক্রম পরিদর্শন করলেন নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত

এ.এ.এম হৃদয় | ১৮:০২, আগস্ট ২৫ ২০২৪ মিনিট

বরিশালের উজিরপুরে ঘূর্ণিঝড়, বন‍্যা, নদীভাঙ্গন, বিভিন্ন দূর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায‍্যার্থে চাল বিতরন কার্যক্রম পরিদর্শন করলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন। ২৪ আগষ্ট দুপুর ১২ টায় ৯ নং গুঠিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চাল বিতরন কার্যক্রম পরিদর্শন করে সাধারণ জনগণের খোজ খবর নেয়। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন শাহা, গুঠিয়া ইউনিয়ন পরিষদ সচিব বাসুদেব, মুফতি মাসুদ হাসান ফিরোজ, উজিরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস‍্য সরদার সোহেল, গুঠিয়া ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রের সহকারী সোহেল আরমান, খোকন হাওলাদার প্রমুখ। উল্লেখ্য উজিরপুর উপজেলার ৯ টি ইউনিয়নে প্রায় ৯ শত জন মানুষের মাঝে ওই ত্রান বিতরন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন।