এবার করোনাভাইরাসে আক্রান্ত এক সাংসদ

কামরুন নাহার | ২২:৩৭, মে ০১ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদের এক সদস্য (এমপি) শহীদুজ্জামান সরকার। দেশের প্রথম কোনো এমপি হিসেবে তিনি ভাইরাসটিতে আক্রান্ত হলেন। আক্রান্ত শহীদুজ্জামান সরকার নওগাঁ-২ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য। সংসদে সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক শুক্রবার রাতে বলেন, “আজ শহীদুজ্জামান সরকারের রিপোর্ট পজিটিভ এসেছে। ওই এমপি সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ের ৪ নম্বর ভবনে থাকতেন। ওই ভবনটি লকডাউনের প্রস্তুতি চলছে। শুক্রবার (১ মে) তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। জানা যায়, সাবেক এই হুইপ গত মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা থেকে রাজধানীতে আসেন। এরপর তার শরীরে জ্বর দেখা দেয়। তখন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) তার নমুনা পরীক্ষা করানো হয়। শুক্রবার বিকেল ৫টায় আইইডিসিআর থেকে রিপোর্ট পাঠানো হয়। সংসদের ওই কর্মকর্তা বলেন, ‘রিপোর্টে ওই এমপির করোনা পজিটিভ এসেছে। তার আবাসস্থল ভবন লকডাউন করে দেয়া হয়েছে।