সুদের কারবারে জড়িত থাকায় ইমামের বিরুদ্ধে মানববন্ধন

এ.এ.এম হৃদয় | ১৯:৪৮, আগস্ট ২৪ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার আশাশুনিতে উপজেলা মডেল মসজিদের ইমামের বিরুদ্ধে মানববন্ধন করছেন মুসল্লিরা। সুদের কারবারে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় বিক্ষুব্ধ মুসল্লিদের পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়।শনিবার (২৪ আগস্ট) দুপুরে আশাশুনি উপজেলা সমাজসেবা অফিসের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত বক্তারা জানান, চাকরিতে যোগদান করার কিছু দিন পর থেকে মডেল মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন সুদের কারবার করেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু কয়েক দিন আগে উপজেলা নির্বাচন অফিসের পিন্টু নামের এক কর্মচারীকে সাপ্তাহিক ৫ হাজার টাকা সুদ দেওয়ার শর্তে ৫০ হাজার টাকা ধার দেন। ধার দেওয়ার বিনিময়ে পরপর ২ সপ্তাহের ১০ হাজার সুদের টাকা নগদে গ্রহণ করেন বলে জানা গেছে। বিষয়টি মুসল্লিদের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) পর্যন্ত গড়ায়। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) গত ২২ আগস্ট ইমাম মাওলানা আজমল হোসেনকে সাময়িক বরখাস্ত করেন। মানববন্ধনে আলমগীর হোসেন পিন্টু, রবিউল ইসলাম ছোট, আকবর হোসেন, সুলাইমান হক কাজল, আ ম আব্দুস সালাম বাচ্চু, আ. রহিম মাস্টারসহ অন্যান্য মুসল্লি অংশগ্রহণ করেন। এ সময় তারা মডেল মসজিদের ইমামের স্থায়ী বহিষ্কার দাবি করেন।