সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে আইনি নোটিশ

এ.এ.এম হৃদয় | ১৯:২৫, আগস্ট ২৪ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : সাবেক সাংসদ এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে সম্প্রতি খুনের মামলা হয়েছে। এই মুহূর্তে তিনি পাকিস্তানে দলের সঙ্গে রাওয়ালপিন্ডি টেস্টে খেলছেন। তার বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে বিসিবি কর্তৃপক্ষে আইনি নোটিশ দিলেন এক আইনজীবী। আজ শনিবার (২৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান। এই আইনজীবীর বক্তব্য, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন। একইসঙ্গে তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে। উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণআন্দোলনের সময় গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর থানায় এই মামলা হয়েছে। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও আসামি। গত ২২ আগস্ট বৃহস্পতিবার দায়েরকৃত এই মামলার বাদী গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম।