পিরোজপুরে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু, নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালীর কচা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে মো. নয়ন সিকদার (২০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় ওমর শেখ (২২) নামে এক জেলে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে কাউখালী উপজেলার কচা নদীর বাদামতলার বাতিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নয়ন পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা আবাসনের বাবুল সিকদারের ছেলে। আর নিখোঁজ ওমর একই এলাকার দুলাল শেখের ছেলে।
নিখোঁজ ওমর শেখের পিতা মো. দুলাল শেখ জানান, ওইদিন দুপুর ২টার দিকে নয়ন ও তার ছেলে ওমর শেখ কচা নদীতে মাছ ধরতে যান। এক পর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা নৌকা নিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছিলেন। সে সময় হঠাৎ করে তাদের নৌকায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়।
এ সময় তার ছেলে ওমর শেখ নদীতে পড়ে নিখোঁজ হন। পিরোজপুর সদর থানা পুলিশ জানায়, বজ্রপাতে কুমিরমারা আবাসনে নয়ন নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওমর নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়া যুবকের সন্ধানে স্থানীয় জেলেরা ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।