বাঁধ খুলে দিয়ে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

এ.এ.এম হৃদয় | ২১:১৯, আগস্ট ২২ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : ভারতের সঙ্গে পানিচুক্তির ন্যায্য হিস্যার দাবি এবং ডম্বুর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার (২১ আগস্ট) রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে খণ্ড খণ্ড মিছিল বের করা হয়। মিছিলগুলো বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বরিশাল-কুয়াকাটা সড়কে এসে মিলিত হয়। পরে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, ‘আমার নদীর অধিকার, ফিরিয়ে দাও দিতে হবে, পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি, আমার দেশ ডুবল কেন, জবাব দে, জবাব দে, ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান,’ প্রভৃতি স্লোগান দেন। শিক্ষার্থীরা এই সংকট নিরসনে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘বর্ষার সময় তারা বাঁধ খুলে দিয়ে আমাদের ডুবিয়ে মারে। এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে। বাংলাদেশের নদীর পানির অধিকার রক্ষা করতে প্রয়োজনে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে এমন হুংকার দেন। শিক্ষার্থীরা বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরের দুঃশাসন আর নতজানু মনোভাব আমাদের ভারতের কাছে গোলাম করে রেখেছে। ভারতের আধিপত্যের কারণে বাংলাদেশের মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট হচ্ছে। বাংলাদেশে এখন জনতার সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার ভারতীয় তাবেদারদের নয়। আমরা আশা করি, ভারত আগামীতে এমন ঘটনা ঘটাতে একশোবার ভাববে।