রাজনীতিমুক্ত ক্যাম্পাস গড়তে রাজনীতি ছাড়লেন ববি উপাচার্য

এ.এ.এম হৃদয় | ২১:০১, আগস্ট ১৯ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : রাজনীতিমুক্ত ক্যাম্পাস গড়তে উদ্যোগ গ্রহণ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এজন্য নিজেকে সব ধরনের রাজনৈতিক ও দলীয় কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি। উপাচার্য শিক্ষার্থীদের রাজনীতিমুক্ত ক্যাম্পাস গড়ার আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। সোমবার (১৯ আগস্ট) সকালে জনসংযোগ কর্মকর্তা মো. ফয়সল মাহমুদ স্বাক্ষরিত পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা জানান। সেখানে বলা হয়, গত ১১ আগস্ট অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৮৫তম বিশেষ সভায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়। উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবক লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক, শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন।