কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেনকে অব্যাহতি

এ.এ.এম হৃদয় | ২০:০৩, আগস্ট ১৮ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : কুয়াকাটা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন আনুকে ক্লাব ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (১৮ আগস্ট) কুয়াকাটা প্রেসক্লাবের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। প্রেসক্লাব সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুয়াকাটা প্রতিনিধিরা ১৫ আগস্ট প্রেসক্লাবে এসে তাদের দাবি জানান। তারা দাবি করেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি এই আন্দোলনের বিরুদ্ধে রাস্তায় মিছিল-মিটিং করেছেন। তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে শিক্ষার্থীদের কাছ থেকে তিন দিন সময় চাওয়া হয়। এরপর শনিবার (১৭ আগস্ট) রাতে প্রেসক্লাব ও সদস্যদের নিরাপত্তা এবং সাংবাদিক সমাজের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে আনোয়ার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়। এ অবস্থায় ক্লাব ব্যবস্থাপনা কমিটি পরিচালনার জন্য ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. কুদ্দুস মাহমুদকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। নিজের প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে আনোয়ার হোসেন বলেন, কুয়াকাটায় বৈষম্যবিরোধী ছাত্র সম্বন্নয়কদের ছড়াছড়ি। তাদের অনধিকার চর্চার মাত্রা সীমা ছাড়িয়ে যাচ্ছে। এরপর তিনি আরও একটি পোস্টে লেখেন, কুয়াকাটা প্রেসক্লাবে এক কালো অধ্যায় সৃষ্টি হলো। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুয়াকাটা প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. ইমরান হোসেন বলেন, তিনি (আনোয়ার হোসেন) একজন সংবাদকর্মী হওয়া সত্ত্বেও একটি রাজনৈতিক দলের ব্যানারের সামনে থেকে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে রাস্তায় মিছিল-মিটিং করেছেন। তাই কুয়াকাটা প্রেসক্লাবের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের সভাপতির আসনে তার থাকা, শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য হুমকি মনে করছি। এ জন্য তাকে সভাপতি পদ থেকে বাধ্যতামূলক প্রত্যাহার করার জোর দাবি জানিয়েছি।