বরিশাল-ভোলায় এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিলের দাবি
চলমান এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিলের দাবিতে বরিশাল ও ভোলায় আন্দোলনে নেমেছেন পরীক্ষার্থীরা। শনিবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় বরিশাল নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে পরীক্ষা বাতিলের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।
শিক্ষার্থীরা দাবি করেন, ৬ মাস বসে তারা আর কোনো পরীক্ষা দিতে চান না। এখন তাদের মূল্যায়ন করতে হবে। তাছাড়া আন্দোলন সংগ্রামে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। এখন তাদের পরীক্ষায় বসা সম্ভব না। তাই তারা পরীক্ষা বাতিলের দাবি জানান।
সামসুন্নাহার জেবা নামে এক শিক্ষার্থী বলেন, দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পুনরায় পরীক্ষায় বসতে চাই না, এই পরিস্থিতিতে পরীক্ষা নিলে আমাদের মূল্যবান সময় ও ভবিষ্যতের ক্ষতি হবে। তাই এইচএসসি ২৪ এর স্থগিত পরীক্ষাগুলো বাতিল এবং বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে খুব দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া হোক।
এদিকে সকাল ১০টার দিকে ভোলা প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করে পরীক্ষা বাতিল করে মূল্যায়ন পদ্ধতিতে ফলাফল প্রকাশের দাবি জানান পরীক্ষার্থীরা। তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে অনেক শিক্ষার্থী আন্দোলনে জড়িয়ে লেখাপড়া করতে পারেননি। অনেকে আহত হয়েছেন। এই অবস্থায় লেখাপড়ায় ফেরা কষ্টকর। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার্থীদের অটো পাস এবং এসএসসি রেজাল্ট থেকে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল ঘোষণার দাবি জানান তারা। এতে জেলার বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা অংশ নেন।