করোনায় নতুন আক্রান্ত ৫৭১, মৃত আরও ২ জন

কামরুন নাহার | ১৪:৫৪, মে ০১ ২০২০ মিনিট

অনলাইন ডেস্ক :: গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১ জন পুরুষ এবং ১ জন নারী। এ নিয়ে বাংলাদেশে প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ১৭০ জনে। আর দেশে গত ২৪ ঘন্টায় নতুন আরও ৫৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে বাংলাদেশে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮২৩৮ জন। গত ২৪ ঘন্টায় মোট ৫৫৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। শুক্রবার (১ মে ) দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন আরও ১৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৭৪ জন। বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।