করোনায় দেশের আরো এক বীরের মৃত্যু

কামরুন নাহার | ১৪:১৩, মে ০১ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ।। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো এক পুলিশ সদস্য। মৃত নাজির উদ্দিন পুলিশের বিশেষ শাখার সুরক্ষা শাখায় উপপরিদর্শক হিসেব কর্মরত ছিলেন। এ নিয়ে পুলিশ বাহিনীর ৪ জন সদস্য করোনায় প্রাণ হারালেন। ২৫ এপ্রিল করোনা পজিটিভ ধরা পড়ার পর থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন নাজির উদ্দিন। চিকিৎসাধীন অবস্থাতেই আজ শুক্রবার(০১/০৫/২০) মারা যান তিনি। নাজিরের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাংগুরা থানার কাজিটোলা গ্রামে। পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজারবাগে সকালেই তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ পাঠানো হয়েছে তার গ্রামের বাড়িতে। সেখানে ধর্মীয় বিধান মেনে তাকে দাফন করা হবে। এর আগে পুলিশের আরও তিন সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খালেক, ট্রাফিক কনস্টেবল আশেক মাহমুদ ও কনস্টেবল জসিম উদ্দিন।