পটুয়াখালী মেডিকেলের ছাত্রলীগ সম্পাদককে কান ধরে উঠবস করালো শিক্ষার্থীরা

এ.এ.এম হৃদয় | ১৯:২৩, আগস্ট ০৮ ২০২৪ মিনিট

পটুয়াখালী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফাদুল ইসলাম রানাকে কান ধরে উঠবস করিয়েছে সেখানকার সাধারণ শিক্ষার্থীরা। তবে তারা কারা, তা স্পষ্ট নয়। বুধবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় ইফাদুল কান ধরে দাঁড়িয়ে আছেন। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ভিডিওতে ক্যামেরার ওপর প্রান্ত থেকে কিছু ব্যক্তির কণ্ঠ শোনা যায়। তারা তাকে কান ধরে উঠবস করতে বলেন। এছাড়া বলতে শোনা যায়, কেউ কোনোদিন মেয়েদের গায়ে হাত দেয়ার সাহস পায় না, আর তুমি কী রাজনীতি করো, যে মেয়েদের গায়ে হাত দাও! এ সময় তারা এ ধরনের কাজ থেকে বিরত থাকতেও ইফাদুলকে বলে। এছাড়া বলা হয়, তুমি আজ ১ হাজারবার কান ধরে উঠবস করবা। উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে দেশ ত্যাগ করেন। এরপর থেকেই অনেক ব্যক্তি ও ছাত্রনেতারা জনসাধারণের রোষানলে পড়েন।