বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অমানবিক নির্যাতনের বিচার চান মুকুল

এ.এ.এম হৃদয় | ২০:৩৯, আগস্ট ০৭ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : গত বছরের ১৪ অক্টোবর ছাত্রলীগের পরিচয়ধারী দুই কর্মীর অমানবিক নির্যাতনের স্বীকার হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুকুল আহমেদ। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ৪০১৮ নং কক্ষে রাতভর পাশবিক নির্যাতন করা হয় তাকে। নির্যাতনকারীরা হলেন, একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামজিদ মঞ্জু ও শিহাব হোসেন। তবে এ ঘটনায় গত ১১ মাসেও কোনো বিচার পায়নি মুকুল আহমেদ। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে শিক্ষার্থীদের কাছে বিচার চেয়েছিন মুকুল। তিনি লিখেন, শিহাব ও মঞ্জু আমার ওপর সারারাত অমানুষিক বর্বর পাশবিক হিংস্র নির্যাতন চালিয়ে আমার বাম হাত ভেঙে চুরমার করে দিয়েছে। বুকের হাড় ভেঙে দিয়েছে। আমার বিভিন্ন গোপন জায়গায় সিগারেটর ছ্যাঁকা দিছে। তিনি আরও লিখেন, এই দুই ছাত্রলীগ কর্মীর বিচার বিশ্ববিদ্যালয় প্রশাসন করতেও ব্যর্থ হয়। তাই এই বিচার বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল আপামর শিক্ষার্থীদের কাছে দিলাম। পরে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রধান রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো নাজমুল কায়েস। তার সাথে কথা হলে তিনি জানান, তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে জমা দিয়েছি। এর বেশি কিছু আর বলতে পারবো না। কবে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে প্রশ্ন করা হলে, তিনি বলেন আপনার যা খুশি লিখেন আমি এর বেশি কিছু বলতে পারবো না।