দেশের পথে ড. মুহাম্মদ ইউনূস

এ.এ.এম হৃদয় | ২০:৩৪, আগস্ট ০৭ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তার দায়িত্ব নেওয়ার কথা। তাকে রিসিভ করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার কথা বলেছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান। একটি সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে ১৫ সদস্যের। সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার নিয়ে উত্তাল ছিল পুরো দেশ। শিক্ষার্থীদের এই আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দুপুরে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার বিদায়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ভেঙে যায় পুলিশের চেইন অব কমান্ড। সরকার পদত্যাগকে ঘিরে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় কর্মবিরতিতে যায় পুলিশ প্রশাসন। এমন অবস্থায় আজ ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে কাজ করেন শিক্ষার্থীরা। আওয়ামী লীগ সরকারের পতনের কারণে দেশ প্রায় অচল হয়ে গেছে। আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিলে দেশ আবার স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান।