বরিশালে যানজট নিরসনে কাজ করছে ইসলামী যুব আন্দোলন

এ.এ.এম হৃদয় | ২২:১৭, আগস্ট ০৬ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের মুখে গতকাল পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে স্বৈরাচার শেখ হাসিনা পুলিশকে অন্যায়ভাবে পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করেছে। এছাড়া দীর্ঘ দেড় যুগ ধরে ভিন্নমত দমনে পুলিশকে ব্যবহার করায় পুলিশ তার নিরপেক্ষতা হারায়। পুলিশের প্রতি জনগণের ক্ষোভ চরম পর্যায়ে পৌঁছায়। যার ফলশ্রুতিতে শেখ হাসিনার পতনের পরে বিক্ষুব্ধ জনতা কোথাও কোথাও পুলিশের উপর আক্রমণ করে বসে। এমতাবস্থায় পুলিশ তাদের পরিবার ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্ম বিরতিতে চলে যায়। ফলে অন্যান্য সমস্যার সাথে সাথে ভেঙে পড়ে ট্র্যাফিক ব্যবস্থা। এহেন উদ্ভুত পরিস্থিতিতে জনগণকে ভোগান্তি থেকে রক্ষা করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিবের এক নির্দেশ বার্তা পেয়ে কর্মীরা স্বেচ্ছাসেবক কার্যক্রমের মাধ্যমে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বরিশাল জেলা যুব আন্দোলন শহরের গুরুত্বপূর্ণ দুটি সড়ক কাকলির মোড় ও লঞ্চঘাটে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। সেখানে জেলা যুব আন্দোলনের সভাপতি এইচ এম সানাউল্লাহ, সহ-সভাপতি আরমান হোসেন রিয়াদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ সোলায়মান, অর্থ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম হোসাইন দায়িত্ব পালন করছেন। দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রনে স্বেচ্ছাসেবক হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুলিশ তাদের দায়িত্বে ফিরে আসার আগ পর্যন্ত এ সার্ভিস চলবে বলে জানা গেছে।