ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর-আগুন

এ.এ.এম হৃদয় | ১৯:৫৮, আগস্ট ০৫ ২০২৪ মিনিট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে ঝালকাঠিতে বিক্ষুব্ধ জনতা সংসদ সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর বাড়িতে অগ্নিসংযোগ করেন। আজ সোমবার বেলা সাড়ে তিনটায় শহরের প্রাণকেন্দ্র রোনালসে রোডে এ ঘটনা ঘটে। কয়েক হাজার মানুষ বিজয় মিছিল করে আমুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে তিনতলা বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
পরে বিক্ষুব্ধ জনতা একে একে শহরের কলেজ সড়কের উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদসহ আওয়ামী লীগের নেতাদের বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। এ সময় সাধর কুমারপট্টিসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে বিভিন্ন মালামাল লুট করতে দেখা যায়। এসব ব্যবসাপ্রতিষ্ঠান আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের।