কুয়াকাটা সৈকতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ
নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে অর্ধগলিত অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে সৈকতের ঝাউবন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের জোয়ারে যেকোনো সময়ে সৈকতের তীরে এসে আটকে যায় মরদেহটি। মরদেহটি দেখে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে যায়।কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ পাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থল যাই। সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, কোনো এক জেলের মরদেহ হতে পারে।
তিনি বলেন, গত কয়েকদিন সমুদ্র উত্তাল থাকায় অনেক জেলে নিখোঁজের জিডি রয়েছে। জিডি করা সেসব পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।