জেলা প্রশাসন পক্ষ থেকে ফুলের দোকানের কর্মচারীদের মাঝে ত্রাণ বিতরন।

কামরুন নাহার | ২২:৪৬, এপ্রিল ৩০ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ।। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এর পক্ষ থেকে নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে প্রশাসন। আজ ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকালে দিকে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে বরিশাল সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে। সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে কর্মহীন খেটে খাওয়া ৩৪ জন কর্মহীন ফুলের দোকানের কর্মচারিদের মাঝে ত্রাণ সামগ্রী জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মোশারফ হোসেন। এসময় প্রত্যেককে চাল, আলু, ডাল, সাবান ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা হয়। এসময় তাদেরকে আহবান জানান হয়, সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে যাবেন না।